করোনা ভাইরাস: গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪৫ জনের মৃত্যু
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪,০১৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
আর এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন।
সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪১,৮০১ জনে।
গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে, তাদের নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন ১,৭৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি আরও জানিয়েছেন যে গত ২৪ ঘণ্টায় আরও ২,০৫৩ জন সুস্থ হয়েছেন, ফলে সুস্থ হওয়াদের মোট সংখ্যা দাঁড়ালো ৫৭,৭৮০ জনে।
যারা মারা গেছেন তাদের বয়স বিবেচনায় ২১-৩০ বছরের মধ্যে দুই জন, ৩১-৪০ বছরের মধ্যে তিন জন এবং ৪১-৫০ বছরের মধ্যে সাত জন রয়েছেন।
এছাড়া ৫১-৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে ছয় জন, ৮১-৯০ বছরের মধ্যে একজন এবং ৯১-১০০ বছরের মধ্যে একজন রয়েছেন ।
মারা যাওয়াদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ৯ জন নারী।
তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাড়িতে ১৪ জন এবং হাসপাতালে মৃত নিয়ে আসা হয়েছে একজনকে।
বিভাগ বিশ্লেষণে ৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে পাঁচ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে এবং সিলেট ও বরিশাল বিভাগে তিন জন করে।
No comments
If you have any doubts. Please let me know..