কবর জিয়ারত (Islam)
মৃত্য এবং পরকালের স্মরণ করার জন্য কবর জিয়ারত করা সুন্নত। স্ত্রীলোকের পক্ষে কবর জিয়ারত করার দুরস্ত নয়।প্রোটেক্ট শুক্রবার অথবা দুই ঈদ শবে বরাতের রাত্রে আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা ভালো। কবরস্থানে যে নিম্নলিখিত প্রকারে কবরবাসীদের কে সালাম করবে।
উচ্চারণ:- আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি আনতুম লানা ছালাফুন ওয়া নাহনু বিল আছরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম।
অর্থ: হে কবরবাসীগন! তোমাদের শান্তি হোক। তোমরা আমাদের আগে গিয়েছো, আমরা তোমাদের পড়ে আসছি। তোমাদেরকে ও আমাদেরকে আল্লাহ তায়ালা ক্ষমা করুন।
No comments
If you have any doubts. Please let me know..