Advantage & Disadvantage of rooting a phone| Root or Not?
আসসালামু আলাইকুম,
বন্ধুরা আসা করি সবাই ভালো আসেন। আজকে আমি আপনাদের সাথে মোবাইল রুট করা সম্পর্কে কিছু আলোচনা করব। মোবাইল রুট করলে কি হবে? রুট করার উপকারিতা কি? রুট কি? রুট করলে লাভ কি ক্ষতি কি ইত্যাদি বিষয়ে আজকে আলোচনা করব।
তো চলুন আজকের পোস্ট শুরু করা যাক,
রুট কী? (What is Root?)
রুট হছে আপনার মোবাইলের একটি পারমিশন আর এই পারমিশনটি চালু করার মাধ্যমে আপনি আপনার মোবাইলকে নিজের মতো করে চালাতে পারবেন।
আমাদের মোবাইলকে আমরা কেন রুট করি?
দেখা যায় আমাদের মোবাইলের Internal Storage অনেক সময় কম থাকে যার কারনে আমরা আমাদের মোবাইলে অনেক App Install করতে পারি না। Internal Storage কে বারানোর জন্য অনেক সময় আমরা আমাদের মোবাইলকে রুট করে থাকি। আপনি যদি আপনার মোবাইলকে রুট করেন তাহলে আপনি আপনার মোবাইলের Operating System পরিবর্তন করতে পারবেন। আমরা যখন একটি নতুন Android phone কিনে আনি তখন সেখানে কতগুলো pre-install app থাকে যেগুলো এমনে এমনে আমদের Storage নষ্ট করে, আপনার মোবাইল যদি রুট করা থাকে তাহলে আপনি এই ধরনের App গুলোকে Uninstall করতে পারবেন।
মোবাইল রুট করার লাভ আর ক্ষতি
লাভ
- Internal Storage বারানো যাবে।
- Pre-Install করা App গুলোকে Uninstall করতে পারব।
- Root need App গুলোকে Install করতে পারব।
- RAM বারানো যাবে।
- Android version upgrade করতে পারবেন।
- Guaranty বা warranty থাকলে তা চলে যাবে।
- আপনার মোবাইলে Virus ঢোকার সম্ভাবনা বেশি থাকবে।
- আপনার মোবাইল Dead হয়ে জেতে পারে মানে আপনার মোবাইল দিয়ে আর কিছু করা যাবে না।
যদি বুঝতে কোন অসুবিধা হয় তাহলে ভিডিওটি দেখে নিতে পারেন
No comments
If you have any doubts. Please let me know..