Header Ads

Header ADS

আর কতদিন টেনেটুনে পাস করবে - Best ever student motivational post in Bangla for you.

বন্ধুরা, 

আর কতদিন টেনেটুনে পাস করবে - Best ever student motivational post in Bangla for you বিষয়ে আপনাদের সাথে কথা বলব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন।তো চলুন আজকের পোষ্টটি শুরু করি। 

আর কতদিন টেনেটুনে পাস করবে - Best ever student motivational post in Bangla for you.
ছবিঃ আর কতদিন টেনেটুনে পাস করবে - Best ever student motivational post in Bangla for you.



আর কতদিন টেনেটুনে পাস করবে - Best ever student motivational post in Bangla for you. আর কতদিন, অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে পড়াশোনা করে যাবে। আর কতদিন, পড়তে বসে প্রেমিকার কথা ভেবে নিজের ক্যারিয়ারের বারোটা বাজাবে। আরে আর কতদিন, টেনেটুনে পাশ করে পড়াশোনা চালিয়ে যেতে থাকবে। আর কতদিন,টপার দেরকে স্পেশাল আর নিজেকে নরমাল ভেবে নিজেই নিজের ক্ষমতা ও ট্যালেন্ট গুলোকে নিজের ভিতর তালাবদ্ধ করে রাখবে।বাহানা বানানো এবার একটু বন্ধ করো। বা ভাই বা পাবজি গেম খেলতে বসলে একটানা 4 ঘন্টা তুমি মনোযোগ দিয়ে সেটা খেলতে পারো। প্রেমিকার সাথে কথা বলা শুরু করলে ভোর চারটে পর্যন্ত তুমি আনন্দের সাথে ফোনে কথা বলতে পারো। ফেসবুকে চ্যাট করতে পারো। কিন্তু সকালে উঠে পড়তে বসলে আধাঘন্টা দেই তোমার ঘুম এসে যায়। পড়াশোনা বোরিং লাগতে শুরু হয়ে যায়।

বাহ ভাই বাহ দারুন একটা মাইন্ডসেট তৈরী করেছ তুমি তোমার জন্য।যেটা তোমার লাইফকে সেট করবে সেটা দেখলেই তুমি দূরে পালিয়ে যাও। আর যেটা তোমার লাইফকে ধ্বংস করে দিচ্ছে সেটাতেই তুমি তোমার সমস্ত এনার্জি লাগিয়ে দিচ্ছ। সেটাতেই তুমি তোমার সমস্ত এনার্জি লাগিয়ে দিচ্ছ। বছরের পর বছর চলে যাচ্ছে ভাবতে-ভবতে এবছর আমাকে ভালো রেজাল্ট করতেই হবে। আমার সমস্ত বদঅভ্যাসগুলো এবার আমাকে ত্যাগ করতেই হবে। জিমে গিয়ে বডিবিল্ডারদের মতন বাইসেপ ট্রাইসেপ বানাতে হবে। পড়াশোনা শেষ করে তুমি তোমার জীবনে কি কি পেতে চাও তার হাজারটা লিস্ট বানিয়ে রেখেছ। কিরকম লাইফস্টাইল হবে? চাকরি করবে না বিজনেস করবে। সুজুকি ইয়ামাহা হোন্ডা কোন কোম্পানির বাইকটা চালাবে। তোমার বাড়িটা ঠিক কেমন দেখতে হবে? তোমার বাবা-মাকে কি কি উপহার দিয়ে তুমি খুশি করবে? একের পর এক স্বপ্ন তুমি দেখে রেখেছো। তুমি জীবনে সফল হবে, গরীব হয়ে তুমি জীবন কাটাবে না? তুমি তোমার জন্য একটা লাইফ স্টাইল তৈরি করবে।আর কতদিন টেনেটুনে পাস করবে - Best ever student motivational post in Bangla for you.

আরে ভাই তোমার এইসব স্বপ্ন একদিন মিথ্যে হয়ে যাবে, যদি আজ তুমি পড়াশোনা তে ফাকি দাও। তোমার এইসব স্বপ্ন বেকার হয়ে যাবে, যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারো। তোমার আশেপাশের মানুষ গুলোক দেখো, যারা পড়াশোনা করেনি আর যারা পড়াশোনা করার সময় অন্য কিছু করেছে। তারা আজও ধাক্কা খেয়ে বেড়াচ্ছে এখনো তাদের সব চাহিদা গুলোকে পূরণ করতে পারেনি। তারা এখনও তাদের জীবনে সফলতা অর্জন করতে পারেনি। কারণ সফলতা পাওয়া অত সহজ না, যদি সহজ হতো তাহলে সবাই সেটা করে ফেলত।

তোমাকে তার জন্য হার্ডওয়ার্ক করতে হবে। তোমাকে তার জন্য ডিসিপ্লিন মেন্টেন করতে হবে। ধৈর্য ধরে প্রতিদিন এই একই কাজ গুলো লাগাতার করে যেতে হবে। যদি ভয় লেগে যায় এই কথাগুলো শুনে তাহলে যাও চাদর মুড়ি দিয়ে তুমি বিছানায় শুয়ে পড়ো, কারণ এগুলো ভীতু বা কমজোরি মানুষগুলোর পক্ষে করা সম্ভব নয়। কিন্তু যদি তুমি নিজের ক্যারিয়ারকে নিয়ে সিরিয়াস হয়ে থাকো জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমার বেড হেবিট গুলোকে আজ থেকেই বদলাও। নিজের ভিতর ডিসিপ্লিন নিয়ে এসো এটা আমাকে করতে হবে মানে করতেই হবে, তাতে তোমার মাইন্ড যতই ছটফট করুক।

কিছুদিনের জন্য নিজের মোবাইল থেকে ফেসবুক ইনস্টাগ্রাম এই দু'টোকেই ডিলিট করো, কারণ এগুলো রেখে এখন বিশেষ কোনো লাভ হবে না, লস ছাড়া। আর নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করো যে, টপ করতে পারব কিনা জানিনা কিন্তু আগের বারের থেকে এবার অনেক ভাল রেজাল্ট নিয়ে আসবই আসব। প্রথম প্রথম একটু কষ্টকর বলে তোমার মনে হবে ।আড্ডা ইয়ার্কি টাইমপাস ছেড়ে যখন দিন-রাত তুমি পড়াশোনা করতে ব্যস্ত থাকবে তখন তোমার এভারেজ বন্ধুগুলো তোমাকে দেখে হাসবে, কিন্তু সেটা খুব কম দিনের জন্য। ওই কষ্ট গুলো তোমার কাছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যখন সময় আসবে তখন তোমার বন্ধুরা তোমার রেজাল্ট দেখে আফসোস করতে থাকবে।আর কতদিন টেনেটুনে পাস করবে - Best ever student motivational post in Bangla for you.

আজ থেকে তুমি তোমার ডেইলি রুটিনে ডিসিপ্লিন নিয়ে আসো। প্রতিদিন প্রডাক্টিভ কিছু কাজ করো।কলেজে যখন তুমি এন্ট্রি করবে ফুলঅফ কনফিডেন্সের সাথে, যেন বাকিরা তোমাকে দেখে মোটিভেট হয়ে যায়, আর বলে ভাই তুমি কি করে এত বদলে গেলি?

শুধু ইচ্ছা থাকলেই ক্লাসে ফার্স্ট হওয়া যায়না। তার জন্য সারা বছরটা রাত জেগে পড়তে হয়। রাত্রে পড়তে বসে যখন ঘুম পাবে তখন তোমাকে কেউ মোটিভেট করতে যাবে না।তোমার ভিতরে থাকা স্বপ্নগুলোই তোমাকে মোটিভেট করবে সারারাত পড়ার জন্য। প্রতিদিন একটু একটু করে নিজের লিমিটেশন বাড়িয়ে তোলো। পড়তে বসে যত মাথা যন্ত্রণা সহ্য করবে ততোই তোমার ব্রেন আরো স্ট্রং হয়ে যাবে পড়তে ইচ্ছা না করলেও যদি তুমি বারবার জেদ করে পড়তে বস তাহলে সেটাই তোমার হ্যাবিট হয়ে যাবে।



যদি জীবনে কিছু করতে হয় তাহলে আগে পড়াশোনা করো তারপর সেই স্বপ্ন গুলোকে দেখো। সবার থেকে আলাদা কিছু করতে গেলে সবার থেকে একটু বেশি পরিশ্রম করতে হবে। যদি পড়তে বসে কখনো মনে হয় ব্যাস থাক, অনেক হয়ে গিয়েছে এখন আর পড়বো না। তাহলে সেই দিন আর সেই মানুষগুলোর কথা একবার ভাবো। স্পেশালি যাদেরকে তুমি কিছু করে দেখাতে চাও। যারা তোমাকে ভাবে তুমি একটা বেকার ছেলে। তোমাকে দিয়ে কিছুই হবে না।তুমি একটা দুধে-ভাতে ছেলে। দেখবে পরতে পরতে আরো একঘন্টা কেটে যাবে তুমি বুঝতেও পারবেনা।

পড়াশোনায় ফার্স্ট হতে গেলে শরীরের শক্তি কম লাগে মনের শক্তি বেশি লাগে।

যদি তোমাকে টপ 5 পার্সেন্ট স্টুডেন্টদের মধ্যে আসতে হয় তাহলে তোমাকে সেইসব কাজগুলো করা বন্ধ করতে হবে যা বাকি 95 শতাংশ স্টুডেন্টরা করছে। আর সেগুলো তুমি একদিনে করতে পারবেনা। ধীরে ধীরে নিজেকে বদলাতে থাকো। একটু পরিশ্রম করতেই হবে কারণ এটা লাইফের গেম একদিনে শেষ হয়ে যাবে না। সারা জীবন চলবে এই খেলা। 

পারবে পরিশ্রম করতে? পারবে নিজেকে বদলাতে? সাহস আছে এই পথ চলার? তাহলে আজ আমাকে কথা দাও তুমি আজ থেকেই নিজেকে বদলানোর শুরু করবে। আজ থেকেই নিজের লিমিটেশন বাড়ানো শুরু করবে। নিচে কমেন্ট বক্সে জানাও Yes, I am ready to fight দেখি কতজন নিজেকে বদলানোর জন্য এখন থেকেই অ্যাকশন নেয়া শুরু করবে.

আর কতদিন টেনেটুনে পাস করবে - Best ever student motivational post in Bangla for you. পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো এবং পরবর্তীতে কি ধরনের পোস্ট তোমরা চাও সেটা আমাকে জানাতে ভুলবে না কিন্তু। আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোন একটি পোষ্টে ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকেন। যদি পারেন তাহলে পোস্টটি আপনার কোনো ভালো বন্ধুকে শেয়ার করতে পারেন।

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।


এই ভিডিওটিও দেখে নিতে পারেন আরো Motivate হওয়ার জন্য


1 comment:

If you have any doubts. Please let me know..

Powered by Blogger.