দাবা খেলার যত নিয়ম পার্ট ২
আইন ২ঃ খুঁটি
২.১ খেলার প্রারম্ভে একজন খেলােয়াড়ের ১৬টি হাল্কা (সাধারনত সাদা) রঙের খুঁটি এবং অন্য খেলােয়াড়ের ১৬ টি গাঢ় ( সাধারণত কালাে) রঙের ঘুটি থাকে।
২.২দাবাছকের খুঁটিগুলি নিম্নরূপঃ
১টি শাদা রাজা (King) K যার সাংকেতিক চিহ্ন
১টি শাদা মন্ত্রী (Queen) Q যার সাংকেতিক চিহ্ন
২টি শাদা নৌকা (Rooks) R যার সাংকেতিক চিহ্ন
২টি শাদা হাতি (Bishops) B যার সাংকেতিক চিহ্ন
২টি শাদা ঘােড়া। (Kinghts) N যার সাংকেতিক চিহ্ন
৮টি শাদা সৈন্য বা বড়ে (Pawns) P যার সাংকেতিক চিহ্ন
১টি কালাে রাজা (King) K যার সাংকেতিক চিহ্ন
১টি কালাে মন্ত্রী (Queen) Q যার সাংকেতিক চিহ্ন
২টি কালাে নৌকা (Rooks) R যার সাংকেতিক চিহ্ন
২টি কালাে হাতি (Bishops) B যার সাংকেতিক চিহ্ন
২টি কালাে ঘােড়া (Kinghts) N যার সাংকেতিক চিহ্ন
৮টি কালাে সৈন্য বা বড়ে (Pawns) P যার সাংকেতিক চিহ্ন
২.৩ খেলা শুরু হবার আগে দাবাছকের ওপর বিভিন্ন খুঁটির অবস্থান হবে নিম্নরূপঃ
আইন ৩ঃ চাল দেয়া
আইন ৪ঃ খেলার চাল
দেখুন)।
অতিক্রম করে যেতে পারবে না।
নিয়মানুযায়ী চাল দেন তবে বিপক্ষের খুঁটিটি কাটা গিয়েছে বলে ধরে নেয়া হয়। একই চালের অংশ হিসেবে কাটা ঘুটিটিকে তৎক্ষণাৎ দাবাছকের বাইরে সরিয়ে রাখতে হবে। পাশ কাটানাে বড়ে” (en passant) কাটা সংক্রান্ত নিয়মের জন্য আইন ৫.৬ দেখুন।
No comments
If you have any doubts. Please let me know..