Header Ads

Header ADS

দাবা খেলার যত নিয়ম পার্ট ২

আইন ২ঃ খুঁটি

 

২.১ খেলার প্রারম্ভে একজন খেলােয়াড়ের ১৬টি হাল্কা (সাধারনত সাদা) রঙের খুঁটি এবং অন্য খেলােয়াড়ের ১৬ টি গাঢ় ( সাধারণত কালাে) রঙের ঘুটি থাকে।

২.২দাবাছকের খুঁটিগুলি নিম্নরূপঃ

 
১টি শাদা রাজা               (King)           K যার সাংকেতিক চিহ্ন

 ১টি শাদা মন্ত্রী               (Queen)         Q যার সাংকেতিক চিহ্ন

 ২টি শাদা নৌকা           (Rooks)         R যার সাংকেতিক চিহ্ন

 ২টি শাদা হাতি             (Bishops)       B যার সাংকেতিক চিহ্ন

 ২টি শাদা ঘােড়া।          (Kinghts)       N যার সাংকেতিক চিহ্ন

 ৮টি শাদা সৈন্য বা বড়ে  (Pawns)       P যার সাংকেতিক চিহ্ন

 ১টি কালাে রাজা            (King)           K যার সাংকেতিক চিহ্ন 

১টি কালাে মন্ত্রী               (Queen)        Q যার সাংকেতিক চিহ্ন

 ২টি কালাে নৌকা          (Rooks)        R যার সাংকেতিক চিহ্ন

 ২টি কালাে হাতি            (Bishops)      B যার সাংকেতিক চিহ্ন 

২টি কালাে ঘােড়া           (Kinghts)      N যার সাংকেতিক চিহ্ন

৮টি কালাে সৈন্য বা বড়ে (Pawns)      P যার সাংকেতিক চিহ্ন

 

২.৩ খেলা শুরু হবার আগে দাবাছকের ওপর বিভিন্ন খুঁটির অবস্থান হবে নিম্নরূপঃ


 

আইন ৩ঃ চাল দেয়া

৩.১ শাদা”খুঁটি নিয়ে যে খেলােয়াড় খেলছেন, প্রথম চালটি দিয়ে তিনিই খেলার সূচনা করবেন। এরপর পালাক্রমে মাত্র একটি করে চাল দিয়ে খেলাকে এগিয়ে নিয়ে যাবেন।
 
৩.২ প্রতিপক্ষের চাল শেষ হবার পর যখন একজন খেলােয়াড়ের চাল দেবার পালা আসে, তখন তার চাল (have the move) বলা হয়। মনে করা। যাক, কোন একটি খেলায় শাদা ঘুটি নিয়ে যে খেলােয়াড় খেলছেন তার চাল। দেয়া শেষ হয়েছে। স্বাভাবিকভাবেই এ অবস্থায় চাল দেবার কথা কালাে খুঁটি নিয়ে খেলছেন যে খেলােয়াড়, তারই। এ অবস্থাকেই “কালাের চাল” দেবার পালা বলা হয়। অনুরূপভাবে শাদার ক্ষেত্রও তাই হবে।

 আইন ৪ঃ খেলার চাল

 
৪.১ কোন একটি খুঁটি দাবাছকের একটি ঘর থেকে অন্য একটি শূন্য ঘরে বা বিপক্ষের খুঁটি দ্বারা অধিকৃত ঘরে স্থানান্তরিত হলে তাকে দাবার চাল বলা হয়। অবশ্য দূর্গগড়ার ক্ষেত্রে এই নিয়ম প্রযােজ্য হবে না। (আইন ৫.১ (খ)
দেখুন)। 
 
৪.২ দূর্গগড়ার (castling) সময় নৌকা দ্বারা অধিকৃত একটি ঘরকে ডিঙ্গিয়ে বা
অতিক্রম করে যেতে পারবে না।
 
৪.৩ বিপক্ষের কোন যুঁটি দ্বারা অধিকৃত একটি ঘরে যদি কোন খেলােয়াড়
নিয়মানুযায়ী চাল দেন তবে বিপক্ষের খুঁটিটি কাটা গিয়েছে বলে ধরে নেয়া হয়। একই চালের অংশ হিসেবে কাটা ঘুটিটিকে তৎক্ষণাৎ দাবাছকের বাইরে সরিয়ে রাখতে হবে। পাশ কাটানাে বড়ে” (en passant) কাটা সংক্রান্ত নিয়মের জন্য আইন ৫.৬ দেখুন।
 
বাকি নিয়ম দেখবে পরের পার্ট দেখতে পারেন।


No comments

If you have any doubts. Please let me know..

Powered by Blogger.