Header Ads

Header ADS

দাবা খেলার যত নিয়াম পর্ব ১

 

দাবা খেলা


বর্তমান বিশ্বে দাবা একটি জনপ্রিয় খেলা। সারা বিশ্বে দাবা খেলার জনপ্রিয়তা। আকাশচুম্বী। তাছাড়া বিশ্বের উন্নত দেশগুলিতে দাবার অধিকতর জনপ্রিয়তা থাকায় এ খেলা আজ একটি অত্যন্ত অর্থকারী খেলায় পরিনত হয়ে উঠেছে। দাবা খেলায় যে টাকা আয় করা সম্ভব একথা আগের দিনে ভাবাই যেত না। আধুনিক পেশাদার। দুনিয়ার অন্যান্য খেলার মতাে দাবা খেলাও ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠার সুবাদে দাবা খেলােয়াড়েরা এই খেলাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন এবং প্রতি বছর। মােটা অংকের অর্থ আয় করছেন।

দাবা একটি অতি প্রাচীন খেলা। পৃথিবীর সব দেশেই দাবা খেলার প্রচলন। ছিল। অতীতে এই খেলা দেশ কাল ভেদে একেক দেশে একেক নিয়মে খেলা হতাে । ভারতে ভারতীয় নিয়মে, আমেরিকায় আমেরিকার আইনে, রাশিয়ায় রাশিয়ার আইনে, খেলা হতাে। ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন নিয়মে খেলা হতাে। ইউরােপে এই খেলার নিয়ম কানুনের কিছুটা রদ বদল করা হয়। গত একশাে বছরে দাবার বিভিন্ন আইন কানুনের বেশ কিছু প্রয়ােজনীয় পরিবর্তন ঘটিয়ে এই খেলাকে সর্বসাধারণের কাছে অধিকতর গ্রহণযােগ্য ও জনপ্রিয় করে তােলা হয় । এই বিবর্তনের পথ ধরে দাবা নিজেই গড়ে তােলে আন্তর্জাতিক দাবা সংস্থা। যে সংস্থার আইনগুলি আজ সারা বিশ্বের দাবা সংস্থাগুলি মেনে চলতে বাধ্য। পৃথিবীর অধিকাংশ দেশ আজ আন্তর্জাতিক দাবা সংস্থার সদস্য এবং তারা দাবার আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে থাকে। কাজেই এখন আর একেক দেশের জন্য একেক আইন গ্রহণযােগ্য নয়। সারা বিশ্বের জন্য দাবার বর্তমানে এক আইন। আন্তর্জাতিক আইন ।

দাবা মূলত রাজার খেলা বা রাজায় রাজায় যুদ্ধের খেলা। এই খেলা হয়ে থাকে দুই দলের রাজার মধ্যে। এক রাজাকে কিস্তি দেয়া বা আক্রমণ করাই অন্য রাজার। উদ্দেশ্য। অনেক স্থানে এই খেলাকে ‘কিস্তিমাত” খেলাও বলা হয়। যে কোন উপায়ে রাজাকে বন্দি করাই হলাে দাবা খেলার মূল লক্ষ্য। খেলতে খেলতে যে। দলের রাজা কিস্তির ফাদে আটকা পড়ে যান বা বন্দি হয়ে যান সেই রাজার দল। পরাজিত হয় । একদলের দান অন্য দল কিভাবে এড়িয়ে চলবেন, কিভাবে ফাদ তৈরি করে অন্যের ফাঁদ থেকে নিজের রাজাকে মুক্ত করবেন এই চিন্তা থাকে চা খেলােয়াড়ের মাথায়।

মূলত দাবা হচ্ছে বুদ্ধির খেলা। বুদ্ধি দিয়ে প্রতিক্ষকে পরাজিত করতে ১ অন্যান্য খেলার তুলনায় এই খেলায় বুদ্ধির প্রয়ােজন হয় অনেক বেশি। ধৈ বুদ্ধির সংমিশ্রনে এই খেলা চিন্তাশীল ব্যাক্তিদের কাছে অধিকতর জনপ্রিয়।
 
দাবা হচ্ছে মূলত ইনডাের গেম” বা ঘরের ভিতরের খেলা। এই খেলার জয় বেশি জায়গা বা বেশি খেলােয়াড়ের প্রয়ােজন হয় না। সামান্য জায়গা ও মাত্র ১ জন খেলােয়াড় হলেই দাবা খেলা সম্ভব। কম খেলােয়াড়ে খেলা হয় বলেও এই খেলাটি অনেকটা সহজ এবং বেশি জনপ্রিয় বলা যায়। নিচে দাবা খেলার আইনকানুন তুলে ধরা হলাে।


দাবার আইন-কানুন

দাবা দুজনের খেলা। এ খেলায় একজন অপরজনের প্রতিদ্বন্দি। দাবাছক (chess board) নামে পরিচিত একটি বর্গাকার ছকের ওপর সাজানাে কতকগুলাে খুঁটি চালিয়ে খেলােয়াড়দ্বয় দাবাযুদ্ধে অবতীর্ণ হন।
 
১.১ দাবাছক ৬৪ টি সমআকৃতি বর্গক্ষেত্র নিয়ে গঠিত হয়। ছকের ক্ষেত্রগুলি হাল্কা (সাদা রং বিশিষ্ট) এবং গাঢ় কলাে রং বিশিষ্ট রং দিয়ে পরিবর্তভাবে (alternately) বা একের পর এক ধারাক্রমে সজ্জিত থাকে। 
 
১.২ খেলার সময় দাবাছক প্রতিদ্বন্দ্বি খেলােয়াড়দ্বয়ের মাঝখানে এমনভাবে বসাতে হবে যাতে দাবাছকের কোণের সাদা ঘর প্রতি খেলােয়াড়ের। ডানদিকে অবস্থান করে।
 
১.৩। দাবাছকে ভূমির উপর লম্বালম্বিভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত বর্গাকার ক্ষেত্রগুলিকে সারি (file) বলে। ছকের উপর থেকে নিচ পর্যন্ত। বিস্তৃত সারির সংখ্যা ৮ টি।
 
১.৪ দাবাছকে ভূমির সঙ্গে সমান্তরালভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। বিস্তৃত বর্গকার ক্ষেত্রগুলিকে ধাপ (rank) বলা হয়। ছকে এ ধরণের ধাপের সংখ্যা ৮ টি।
 
১.৫ দাবাছকে কোণাকোণিভাবে প্রান্তস্পর্শি অবস্থায় অবস্থিত একই রং বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রগুলিকে কর্ণ (diagonal) বলে ।
 
দাবা সম্পর্কে আরো জানতে পরের পার্ট দেখুন।


No comments

If you have any doubts. Please let me know..

Powered by Blogger.