Header Ads

Header ADS

ক্লাস 9 বাংলাদেশ বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট ৩

 সমষ্টিগত সম্পদ:

যে সকল সম্পদের উপর সকলের সমান অধিকার থাকে ও সকলের সমান ভাবে ব্যবহার করার সুযোগ পায় তাকে সমষ্টিগত সম্পদ বলে। যেমন রাস্তাঘাট, মসজিদ, মন্দির ইত্যাদি।

নিম্নে আমার এলাকার কিছু সমষ্টিগত সম্পদ এর একটি তালিকা উল্লেখ করা হলো:

১/রাস্তাঘাট

২/বিশ্ববিদ্যালয়

৩/স্কুল কলেজ

৪/মসজিদ মন্দির

৫/হাসপাতাল

৬/প্রাকৃতিক জলাশয়

৭/হাট-বাজার

৮/পার্ক ও উদ্যান ইত্যাদি

রাস্তাঘাট সংরক্ষণ ও টেকসই উন্নয়নে আমার ভূমিকা ব্যাখ্যা করা হলো:

কোন বস্তু দ্রব্য প্রতিষ্ঠান, বিশেষ যত্ন সহকারে রক্ষা ও তার তত্ত্বাবধান করাকে বলে সংরক্ষণ।

তাই রাস্তাঘাট সংরক্ষণ ও টেকসই উন্নয়নে প্রত্যেক নাগরিকের এটা দায়িত্ব। কারণ রাস্তাঘাট যদি সুন্দর ও টেকসই থাকে তাহলে আমাদের যাতায়াত ব্যবস্থা ভালো হয়।

রাস্তাঘাট সংরক্ষণে ও টেকসই উন্নয়নে আমার ভূমিকা নিম্নে তুলে ধরা হলো:

১/রাস্তাঘাটের পরিকল্পিত ব্যবহার সম্পর্কে এলাকার মানুষজন কে সচেতন করতে পারি।

২/রাস্তার দুই ধারে গাছ রোপন করে রাস্তার ভাঙ্গন রোধ করতে পারি।

৩/ওভারলোডেড যানবাহন যেন এলাকার রাস্তার ক্ষতিসাধন না করতে পারে সেদিকে সংশ্লিষ্ট সংস্থা কে অবগত কোরে তাদের সাহায্য নিতে পারি।

৪/নতুন রাস্তাঘাট তৈরির সময় কিংবা সংস্কারের সময় সুপরিকল্পিতভাবে হচ্ছে কিনা তা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে জানিয়ে খোঁজখবর নিতে পারি।রাস্তাঘাট তৈরির কাজ চলছে কিনা তা দায়িত্বপ্রাপ্ত সংস্থার সাথে যোগাযোগ করে তদারকি করতে পারি।

৫/এলাকার রাস্তার ছোটখাটো গর্ত কিংবা ভাঙ্গা জায়গাগুলো সকলে মিলে মাটি দিয়ে মেরামত করতে পারি।

No comments

If you have any doubts. Please let me know..

Powered by Blogger.